OrdinaryITPostAd

শীতের কুয়াশা নিয়ে কবিতা - শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস

 প্রিয় পাঠক আপনি কি শীতের কুয়াশা নিয়ে কবিতা জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে শীতের কুয়াশা নিয়ে কবিতারসহ শীতের কুয়াশা নিয়ে ছন্দ, শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন এবং শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস ইত্যাদি অনেক বিষয়ে আলোচনা করা হবে। তাই শীতের কুয়াশা নিয়ে কবিতা জানতে হলে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত।

শীতের কুয়াশা নিয়ে কবিতা
নিজে আপনাদের জন্য শীতের কুয়াশা নিয়ে ছন্দ, শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন এবং শীতের কুয়াশা নিয়ে কবিতা ইত্যাদি ধাপে ধাপে আলোচনা করা হয়েছে। যেখান থেকে আপনি শীতের কুয়াশা নিয়ে কবিতা সম্পর্কে খুব সহজেই জেনে নিতে পারবেন। তাই দেরি না করে আর্টিকেলটি পড়ুন এবং শীতের কুয়াশা নিয়ে কবিতা সম্পর্কে জানুন।

পেজ সূচিপত্রঃ শীতের কুয়াশা নিয়ে কবিতা - শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস 

শীতের কুয়াশা নিয়ে ছন্দ

শীতকাল আসলে শীতের শুভেচ্ছা জানাতে অনেকে সোশ্যাল মিডিয়াতে অথবা মেসেঞ্জারে শীতের কুয়াশা নিয়ে ছন্দ পোস্ট বা শেয়ার করে। তাই আপনাদের এখন বেশ কিছু শীতের কুয়াশা নিয়ে ছন্দ সম্পর্কে জানানো হবে। যে ছন্দ গুলো আপনারা আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে পারবেন কিংবা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। ছন্দগুলো infovandar.com থেকে সংগৃহীত।
কুয়াশার গহিন ভিড়ে 
হারিয়ে যেতে চাই 
নিরুদ্দেশের পথে, 
এই গভীর রাত্রির সরণিতে 
রবে কি তুমি আমার সাথে ?

কুয়াশায় ঢেকে থাকা মেঘযুক্ত শহর
তোমার আর আমার।
আসতে পারো তুমি, চলে যেতে পারো তুমি।
তবুও, এ বিষাদগ্রস্ত প্রাচীন শহর
বারবার তোমাকে ফিরে পেতে চাইবে।

ঘন কুয়াশার আড়াল থেকে সূর্য ভাসে
মেঘের কোলে হাসে রোদ
তোমার আমার ভালোবাসায়
থাকবো দুজন পাশে পাশে।

শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন

শীতের আগমনের শুভেচ্ছা জানাতে কিংবা শীতকালে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন শেয়ার করতে অনেকের শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন খুঁজে থাকেন। অনেক খোঁজাখুঁজির পরেও যারা ভালো মানের শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন পান না তাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে খুব সুন্দর শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন সমূহ। শীতের কুয়াশা নিয়ে ক্যাপশনগুলো tipsnetbd.com থেকে কিছুটা সংগৃহীত।
  • "তোমার ছন্দ কুয়াশা মাখে শিশির ভেজা ঘাসে আর আমার ছন্দ বদ্ধ ঘরে শীতের পৌষ মাসে।"
  • "শীতের সকাল যখন আলমোড়া ভাঙ্গে কুয়াশার চাদর তখন নেশার মতো থাকে।"
  • "শীতের সকাল থাকে কুয়াশা ঢাকা
    তোমার আমার কোনদিন হবে দেখা
    আসতে হবে একদিন আমার বাড়ি
    খেতে হবে সেদিন পিঠা পুলি।"
  • শীত আমাদের সেরাটি আনে এবং চরিত্র গঠন করে
  • সত্যটি একটি কুয়াশা, যার মধ্যে একজন মানুষ স্বর্গীয় মেজবানকে দেখেন এবং অন্যটি একটি উড়ন্ত হাতি দেখেন -টেরি প্র্যাচেট
  • "বিশ্বাসটি রাডারের মতো যা কুয়াশার মধ্যে দিয়ে দেখে" -কেরি টেন বুম।
  • "আমি প্রচুর কুয়াশা এবং কয়েকটি লাইট দেখতে পাচ্ছি। আমি যখন জীবন লুকিয়ে থাকি তখন তা পছন্দ করি। এটি আপনাকে সুন্দর জিনিসগুলি কল্পনা করার সুযোগ দেয়, তারা সেগুলির চেয়ে সুন্দর" - বেন হেকট”। 

শীতের কুয়াশা নিয়ে কবিতা

এখন আপনারা শীতের কুয়াশা নিয়ে কবিতা দেখবেন। এই কবিতাগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শীতের কুয়াশা নিয়ে কবিতা দেখে নিন।শীতের কুয়াশা নিয়ে কবিতাটি www.kobitacocktail.com থেক সংগৃহীত।
ছিল টিলা, হয়ে ওঠে মেঘ
যদি নামি, যদি আমি ভূপৃষ্ঠে দাঁড়াই
তার মানে টিলা থেকে নীচে আছে আকড়া খোয়াই
মাঠ, আলপথ, জল, আলপথ, জল
মাঝেমধ্যে গম-নাড়া, মাঝেমধ্যে ওঁড়াও বসতি,
তার মধ্যে দিয়ে শুধু যেতে হবে কুয়াশা তাড়িয়ে
কুয়াশার মধ্যে আছে সাদা ছুঁচ, পিতলের মতো
কখন সে পূর্বদিকে উঠে এসে দাঁড়াবে উঠোন

সেকথা এখন নয়, এখন শীতের বুড়ো মুখ
দেখে দেখে ক্লান্ত হয়ে, ক্লান্ত হয়ে মাঠের ভিতরে
দরজার সামনে এসে দাঁড়ানো কখন রক্ত পড়ে
ভিতরে সবুজ কন্ঠ বলে যায় অন্য ইতিহাস
কন্ঠের ভিতরে আজ বলে যায় অন্য ইতিহাস
ভিতরে কে কড়া নাড়ে, দরজার ওপাশে 
কেন আসো, এত ভোরবেলা

নিশ্চিত জানি না কেন, চলে আসি, অতি গূঢ় মাঠ
পার হয়ে, টিলা থেকে সমতলে, যখন যেভাবে
আসতে ইচ্ছে হয়, আসি উত্তর দেবার
সময় নয়তো এই ভোরবেলা তুমি কাজ করো
তোমার কী যেন কাজ ছিল সন্ধে রাতে
তোমার কী কাজ ছিল বিখ্যাত প্রভাতে
তুমি কাজ করো
পাথরে ছিল না জল, আমি এসে গেছি
পাথর মাড়িয়ে, জল ছিল না পাথরে।

দু হাত ভরেই জল, তাই ঠাণ্ডা লাগো
দস্তানা তোমার নেই, আমি বুনে দেব।
কিছুতে বলবে না কাউকে, গালে হাত রাখো
যতই জলের হাত, গ্রীষ্মের খরতা
তুমি সঙ্গে নিয়ে এলে, চা, কফি বানাব?
কিন্তু, তা এখন নয়, উল্টোদিকে বসো
পা দু খানি স্পষ্ট করো, হাতে রাখো হাত
তুমি কাজ করো।
কাজ করা সম্ভব এখন ?
কেনই বা নয়, কাজ, কাজ ছিল পাথরের নদী
কেমন বহতা শীতে, এত নয় বৃষ্টি সর্বজয়া
গ্রীষ্মের সন্ন্যাস নয়, এত শীতে দু’খানি চরণ
আমার হাতের মধ্যে নিয়ে নেওয়া
পৌষী প্রভাতে।

অর্জুনের ছাল কারা ছড়িয়ে রেখেছে,
রেশমের গুটি ছেড়ে পালিয়েছে কীট,
বৃষ্টি পড়ে এ সময়ে শালের জঙ্গলে
বাঘের মাঘের শীত গায়ে আমাদের
বৃষ্টি পড়ে, এ সময়ে আমাদের গানে
বৃষ্টি পড়ে, দূরে থাক শালের মঞ্জরী
লুপংগুটু ঝর্ণা নয়, আর্টিজীয় কূপ
সেই ভোরবেলা উঠে দু’জনে চলেছি
দু’জন একজন হতে পারিনি এখনো
অর্জুনের নীচে গিয়ে দাঁড়িয়ে রয়েছি,
পথে পড়েছিল রোরো, পার হয়ে এসেছি,

হেঁটেছি মাইল দুই, কুয়াশা কানিতে
সর্বাঙ্গ ডুবিয়ে এসে পৌঁচেছি কূপের
উনুনের মতো টিলা, সে টিলা মাড়িয়ে,
অর্জুনের শিরা ছিল তার উপর বসে
একটি হাত দিয়ে ওর কাঁধটি জড়িয়ে
একা একা বসে আছি, দু’প্রান্তে দু’জন
দু’জন একজন হতে পারিনি এখনো

ভোরবেলা চুম্বনের শীত ওষ্ঠে লাগে
দুটি করতলে করে সে মুখ স্থাপন
আবার চুম্বন করি সেই ওষ্ঠাধারে,
তখন উষ্ণতা পাই, শরীরে উন্মুখ
হয়ে পড়ে ইন্দ্রিয়েরা
তখনি শালের
ভিতরে বুকের মধ্যে দুটি হাত রাখি।

ও কিছু বলে না, শুধু অন্ধের মতন
চোখ বুজে স্থির থাকে পাথরের মতো।
আমি তো পাথর হতে চাইনি কখনো
কেন যে এমন হয়, কিছুতে বুঝি না
তুমি বড় ভয় পাও, সেজন্যে ঘরের
বাহিরে এনেছি আজ কিছু পাব বলে
এই কি যথেষ্ট পাওয়া, এর বেশি নয় ?
সে পাওয়া পরের, আমি এর বেশি নয় ?
সে পাওয়া পরের, আমি তুলে রেখে দেব
যেদিন বিবাহ হবে একসঙ্গে পাব
তোমার সমগ্র’
যদি বিবাহ না হয়
তাহলেও যা পেয়েছি, তাও তো অনেক
কুয়াশায় যা পেয়েছি তাও তো অনেক
যথেষ্ট, যথেষ্ট।

শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস

শীতের আগমনে আপনারা অনেকেই শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস জানতে চান। যেন এসব স্ট্যাটাস গুলো আপনারা ফেসবুক ক্যাপশনে দিতে পারেন কিংবা আপনাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে শীতের শুভেচ্ছা জানাতে পারেন। তাই আপনাদের মাঝে নিয়ে আসা হয়েছে শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস।
  • মাঝে মাঝে আপনি যখন কুয়াশায় আপনার পথ হারিয়ে ফেলেন, আপনি একটি সুন্দর জায়গায় এসে থেমে যান, হারিয়ে যাওয়ার ভয় পাবেন না। 
  • বিভ্রমের কুয়াশা এবং বিভ্রান্তির কুয়াশা সারা বিশ্বে ঝুলে আছে।
  • ভালবাসা এমন একটি কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনের আলোতে হারিয়ে যায় - চার্লস বুকভস্কি
  • ভালবাসা এমন একটি কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনের আলোতে হারিয়ে যায় - চার্লস বুকভস্কি
  • শীত কোনও মৌসুম নয়, এটি একটি পেশা।
  • কুয়াশা ব্যতীত শীত নেই, রোদ ছাড়া কোন বসন্ত নেই, সহচর ছাড়া সুখ নেই।
  • কুয়াশায় ভেজা শীতের সকাল
    লাগে দেখতে অনেক ভালো
    শীত এলোরে শীত এলো
    তাইতো লাগছে যে অনেক ভালো।

শীতের কুয়াশা নিয়ে উক্তি

শীতকাল এমন একটি সময় যে সময় নিয়ে অনেক কবি, লেখক এবং মনীষীরা বিভিন্ন ধরনের উক্তি করেছেন। এখন আপনারা দেখে নিন কিছু শীতের কুয়াশা নিয়ে উক্তি। 
  • সত্যটি একটি কুয়াশা, যার মধ্যে একজন মানুষ স্বর্গীয় মেজবানকে দেখেন এবং অন্যটি একটি উড়ন্ত হাতি দেখেন -টেরি প্র্যাচেট।
  • যখন কুয়াশার সমাপ্তি ঘটে এবং রাতে তারা এবং চাঁদ বের হয় তখন এটি একটি সুন্দর দৃশ্য হবে - জ্যাক কেরোয়াক।
  • তাঁর পুরো জীবন এখন দুটি শব্দে সংক্ষেপিত হয়েছিল, এক দুর্ভেদ্য কুয়াশার মধ্যে পরম অনিশ্চয়তা - ভিক্টর হুগো।
  • বিভ্রমের কুয়াশা এবং বিভ্রান্তির কুয়াশা সারা বিশ্বে ঝুলে আছে - ভ্যান মরিসন।
  • ভালবাসা এমন একটি কুয়াশা যা বাস্তবতার প্রথম দিনের আলোতে হারিয়ে যায় - চার্লস বুকভস্কি।
  • যারা বিশ্ব শাসন করে তারা পরিষ্কার-দৃষ্টিসম্পন্ন নয়। মহান সাফল্য একটি আশীর্বাদ, যা উষ্ণ কুয়াশা মধ্যে সম্পন্ন করা হয় - জোসেফ কনরাড।
আশা করি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং শীতের কুয়াশা নিয়ে কবিতা সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটিতে শীতের কুয়াশা নিয়ে কবিতা সহ বিভিন্ন বিষয়ে যেমন-শীতের কুয়াশা নিয়ে উক্তি, শীতের কুয়াশা নিয়ে স্ট্যাটাস এবং শীতের কুয়াশা নিয়ে ক্যাপশন সম্পর্কে জানতে পেরেছেন। আশা করি এ সকল তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আরো বেশি বেশি জানতেন আমাদের ওয়েবসাইট ফলো করবেন, ধন্যবাদ। 21021.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url